সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৪৫

৩০ মার্চ ২০২১

দেশে সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়, পাঁচ হাজার ১৮১ জন। এই ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ করোনা রোগী, আর করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৭ জন।এর আগে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছিল গেল বছরের ২ জুলাই, চার হাজার ১৯ জন। সোমবার (২৯ মার্চ)  সংবাদ বিজ্ঞপ্তিতে করোনার সার্বিক পরিস্থিতি জানায়  স্বাস্থ্য অধিদফতর।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ৮৯৫ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৯৪৯ জন, সুস্থ হয়েছেন  পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ১৭ হাজার ২৫টি। শনাক্তের হার ১৩ দশমিক শূন্য এক।

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ২৮ হাজার ৬৮৮টি,পরীক্ষা হয়েছে ২৮ হাজার ১৯৫টি। শনাক্তের হার ১৮ দশমিক ৩৮। মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ৩০ জন, নারী ১৫ জন। বিভাগভিত্তিক ঢাকায় ২৮ জন, চট্টগ্রামে ছয় জন, রাজশাহীতে পাঁচ জন, খুলনায় তিন জন, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। হাসপাতালে ৪৪ জন, আর বাসায় একজনের মৃত্যু হয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর