মন্তব্য
নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন সংস্থা, জনপ্রশাসন ও সংবিধান সংস্থার কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, সুপারিশ প্রতিবেদন জমা দেওয়া সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনকে প্রাধান্যগুলো ঠিক করতে বাড়তি সময় দেওয়া হয়েছে ।
এর আগে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ আগেই আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বিডি২৪অনলাইন/এন/এমকে