নতুন পোশাকে দেখা যাবে পুলিশ, র‍্যাব ও আনসারকে

নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারী ২০২৫

ছবি সংগৃহিত

দেশের পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। পুলিশের জন্য আয়রন কালারের, র‍্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্ধারণ করা হয়েছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার পতনের পর সংস্কারের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।

পোশাক পরিবর্তনের বিষয়টি সোমবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানী ঢাকায় সচিবালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভাশেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুনভাবে নির্ধারিত পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। যে-সব পোশাক রয়েছে, সেসব আস্তে আস্তে বদলে ফেলা হবে। একসঙ্গে সব করা সম্ভব নয়। পোশাক পরিবর্তনে বড় ধরনের অর্থ সংকুলানের সমস্যা হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে পরিবর্তন হতে হবে আমাদের সবার মন মানসিকতারও। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে, তাহলেই পরিবর্তন হবে অনেক কিছুই। গত ১৫ বছর তাদের যে ট্রেনিং ছিল,  সেই ট্রেনিংয়েও পরিবর্তন করতে হবে, তাদের মানবিক হতে হবে- যোগ করেন উপদেষ্টা।

জানা গেছে, এদিন বৈঠকে নমুনা হিসেবে ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার র‌্যাবে প্রতিনিধি দল প্রবেশ করে। সেখান থেকে তিনটি পোশাক নির্বাচন করা হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর