পঞ্চগড়ে ৪ বিচারক অপসারণে আল্টিমেটাম

পঞ্চগড় প্রতিনিধি
২২ জানুয়ারী ২০২৫

পঞ্চগড় আদালতের কর্মচারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম, ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে চার বিচারকের অপসারণের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তারা এ সময় বেধে দেন। এ সময়ের মধ্যে তাদের অপসারন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ওই চার বিচারক হলেন- পঞ্চগড়ের সিনিয়র জেলা দায়রা জজ গোলাম ফারুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী।

এদিকে সমাবেশের আগে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি পঞ্চগড় জেলা জজ কোর্ট সংলগ্ন মহাসড়ক থেকে বের হয়, প্রধান সড়ক পুলিশ সুপার জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে একই স্থানে যায়।

সমাবেশে বক্তব্য দেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বী সেলিম, সহসমন্বয়ক মাহাফুজ মাহমুদুল প্রমূখ।

বক্তারা বলেন, অভিযুক্ত বিচারকরা অনিয়ম, ঘুষ বাণিজ্যেই শুধু জড়াননি, তাদের মধ্যে এখনো ফ্যাসিস্ট আওয়ামী প্রীতি মনোভাব রয়েছে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর