মন্তব্য
ওমর সানি ও মৌসুমীর ঘর আলো করে আছে এক পুত্র ফারদিন ও এক কন্যা। এবার সেই সংসারে যোগ হলো আরও একজন। এলো পুত্রবধূ।
ছেলে ফারদীন এহসান স্বাধীনের বিয়ে হয়েছে। ৫ এপ্রিল স্বাধীনের গায়ে হলুদ। ৯ এপ্রিল বিবাহত্তোর সংবর্ধনা। এর মাঝে সম্পন্ন হবে আকদ।
গেল ২৬ মার্চ বিয়ে করেছেন তিনি। তার স্ত্রীর নাম সাদিয়া রহমান আয়েশা। কানাডা প্রবাসী আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি। বাড়ি কুমিল্লায় হলেও পড়াশোনা আর বেড়ে ওঠা কানাডায়।