মন্তব্য
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে দিনের ভোট রাতে করার অভিযোগ বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি ।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
বিডি২৪অনলাইন/এন/এমকে