১৮ হাজার অভিবাসীকে ফিরিয়ে নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ওয়াশিংটন কোনো ধরনের বাণিজ্যিক বিধিনিষেধ যেন আরোপ না করে সেজন্য অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে একটা বার্তা দেওয়া হচ্ছে। দেশে ফিরিয়ে আনার আগে অবৈধ অভিবাসীদের পরিচয় নিশ্চিত করবে ভারত। দুই দেশের মধ্যে সংক্রান্ত আলোচনা যেহেতু গোপনে চলছে। তবে ঠিক কতজন ভারতীয় অভিবাসী অবৈধভাবে আমেরিকায় বাস করছেন তার সঠিক সংখ্যাটা এখনো স্পষ্ট নয়। বৈধ নথি ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করা যে ভারতীয়দের অধিকাংশই পাঞ্জাব আর গুজরাটের মতো পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো থেকে গিয়েছিলেন।

 

 

আইসিইর প্রকাশিত তথ্য বলছে, এশিয়ার দেশগুলোর মধ্যে ওই তালিকায় সবার ওপরে চীন এবং তারপরেই ভারত থেকে যাওয়া অবৈধ অভিবাসীরা রয়েছে।  আর তালিকার শীর্ষে আছে মেক্সিকো, এল সালভাদোরের মতো দেশ। সূত্র- বিবিসি বাংলা, ব্লুমবার্গ, দ্য গার্ডিয়ান, এনডিটিভি

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর