ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারী ২০২৫

২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট হবে ব্যালটের মাধ্যমে।

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সঠিক গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছি আমরা। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর।  সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর