বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় হওয়া মামলাটি তদন্ত করতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য চিঠি দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। সিআইডিতে পাঠানো দুদকের চিঠিটিতে বলা হয়, ২০১৬ সালে ১৫ মার্চ রিজার্ভ চুরির মামলা হয়। এর তিন বছর পর ২০১৯ সালে ওই অর্থ উদ্ধারে নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলা করে বাংলাদেশ ব্যাংক। পরে ওই মামলা খারিজে আবেদন করে আরসিবিসি। ২০২২ সালের এপ্রিলে নিউ ইয়র্কের আদালতে আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলাটি খারিজ করে দেয়। এর আগে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন। এরপর আদালত থেকে দফায় দফায় সময় নিয়েও তদন্তকাজ শেষ করতে পারেনি সিআইডি।
বিডি২৪অনলাইন/এন/এমকে