মন্তব্য
যুক্তরাষ্ট্রের জনগণের আয়ের সীমা দেখে স্বল্প ও মধ্য আয়ের লোকজকে ইতোমধ্যে জনপ্রতি ১ হাজার ৪০০ ডলার করে নগদ প্রণোদনা দেয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের মজুরি প্রদানের জন্য সহযোগিতা ছাড়াও সহজ শর্তে ব্যাপক ঋণ প্রদান করা হচ্ছে। ঋণের কিছু অংশ কখনো ফেরত না দেয়ার শর্তে ব্যবসা-বাণিজ্য চালু রাখার চেষ্টা করা হচ্ছে।
প্রেসিডেন্ট বাইডেন আরও তিন ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ নিয়ে কাজ করার জন্য আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন। অবকাঠামো উন্নয়ন, কর্ম সৃষ্টি ও সামাজিক বৈষম্য দূর করার জন্য এই প্রণোদনা প্যাকেজে প্রাধান্য দেয়া হবে। সঙ্গে আরেক দফা নগদ অর্থ দেয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।