আমরা ভালো আছি: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৫

এখন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একই সঙ্গে এসবে কান না দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা। সেখানে তিনি আরও উল্লেখ করেছেন, আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত থেকে ফেসবুকে অন্তর্র্বতীকালীন সরকার, সরকারের উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্নজনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এসব অপতথ্য ছড়ানো হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর