ধামইরহাটে ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
২৪ জানুয়ারী ২০২৫

নওগাঁর ধামইরহাটে এসআরএম ব্রিক্স নামে এক ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান এ জরিমানার আদেশ দেন।

এর আগে উপজেলার ইসুবপুর ইউনিয়ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঙ্গে নিয়ে ওই ইটভাটায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

ইউএনওর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি জমির টপসয়েলের মাটি কেটে ইটভাটায় ইট তৈরি, জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার এবং পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র থাকায় ভাটার প্রতিনিধিকে এ জরিমানা করা হয়। সেই সঙ্গে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করা হয়েছে। তবে ভবিষ্যতে জেলা প্রশাসনের যথাযথ অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং প্রয়োজনীয় সব বিধি মেনে ইটভাটা পরিচালনা করার শর্তে এবং পুনরায় এ ধরনে অপরাধ না করার শর্তে ভাটার প্রতিনেধিকে ছেড়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পত্নীতলা ক্যাম্পের সার্জেন্ট মো. শিমুল খানসহ তার টিম, ধামইরহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদত হোসেন, উপজেলা আনসার বাহিনীর সদস্যরা।

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে


মন্তব্য
জেলার খবর