মন্তব্য
গ্যাসের সংকট কমাতে আগামী দুবছরে সারা দেশে ১০০ নতুন গ্যাস কূপ খনন করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বলেছেন, সংকট কমাতে পুরোনো ৩১টি গ্যাস কূপ সংস্কারেরও উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার (২৪ জানুয়ারি) জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি। জ্বালানি সচিব বলেন, জামালপুর-১ অনুসন্ধান কূপ খননে সরকারের খরচ হবে ১৬৮ কোটি টাকা। এখানে ৪০০ বিসিএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে