মাঘের হাড় কাপানো শীতের মধ্যে সাতক্ষীরার তালা উপজেলায় এক খড়গাদা থেকে সদ্য নবজাতককে উদ্ধার করা হয়েছে। এখন পর্যান্ত নবজাতকটির বাবা-মায়ের কোনো পরিচয় পাওয়া যায়নি। এনিয়ে এলাকায় গুঞ্জন চলছে। শুক্রবার রাতে সুজন শাহ গ্রামের মাহাবুবুর রহমানের বাড়ির পাশের খড় গাদা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বর্তমানে ওই বাড়িতে রয়েছে নবজাতক। সে এখন সুস্থ রয়েছে। নবজাতকটি মেয়েটি। ইসলামকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো খোশরুল আলম জানান, এশার নামাজের পরে ফুটফুটে নবজাতক কন্যাটি কাঁদাতে দেখে ওই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। বর্তমানে শিশুটি মাহাবুর রহমানের বড় ছেলে শেখ মোস্তাফার কাছে রয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল জানান, শিশুটিকে বর্তমানে শেখ মোস্তাফা নামে এক ব্যক্তি ও তার পরিবার দেখভাল করছে। যিনি দর্তক নিতে চান, তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শিশুটি হস্তান্তর করা হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে