মন্তব্য
ভারতে সাপ্তাহিক করোনা সংক্রমণ নতুন রেকর্ড হয়েছে। গত সাত দিনে (২২-২৮ মার্চ) সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৫১ শতাংশ, যা এ পর্যন্ত যেকোনো সপ্তাহের তুলনায় সর্বোচ্চ।
সংখ্যার দিক দিয়েও এই সংখ্যা যেকোনো সপ্তাহের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি। এছাড়া সাপ্তাহিক মৃত্যুতেও নতুন রেকর্ড হয়েছে। গত বছরের ২১ থেকে ২৭ ডিসেম্বরের পর গত সপ্তাহে মৃত্যু হয়েছে এক হাজার ৮৭৫ জনের।
ভারতে রোববার ৬৮ হাজার ২৬৬ জন শনাক্ত হয়েছেন যা ১৬৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে মহারাষ্ট্রে রেকর্ড সংখ্যক ৪০ হাজার ৪১৪ শনাক্ত হয়েছেন। অক্টোবরের পর গত সপ্তাহে তিন লাখ ৯০ হাজার শনাক্তের রেকর্ড হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া