জলবায়ু তহবিল সংগ্রহ বৃদ্ধিতে বিসিডিপি চালু হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৫

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আর্থিক প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন বলে জানিয়েছে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, লক্ষ্যে জলবায়ু তহবিল সংগ্রহ সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি) চালু হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানী ঢাকায় পানি ভবনে বিসিডিপি কর্মশালায় কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিসিডিপি কম-কার্বন জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করবে। তহবিল সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে একই প্রকল্পের পুনরাবৃত্তি এড়াতে হবে। এ উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। বিসিডিপি সরকারের, বেসরকারি খাতের এবং উন্নয়ন সহযোগীদের একত্রে কাজ করার সুযোগ তৈরি করবে বলেও জানান উপদেষ্টা।

কর্মশালায় সভাপতিত্ব করেনপরিবেশ সচিব . ফারহিনা আহমেদ। আলোচনায় অংশ নেন পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব . . কে. এম. শাহাব উদ্দিন এবং এডিবির কান্ট্রি অপারেশনস প্রধান নাও ওন কিম।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর