শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বলেছেন, চলতি জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে।
রোববার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।
স্বাধীনতার পর দেশে অনেক অনেক শিক্ষানীতি করা হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, সেজন্য বিভিন্ন ধরনের প্রস্তাব পেশ করা হয়েছে। কিন্তু কখনো কার্যকর হয়নি। এটা মূলত জাতীয় সমস্যা।
উপদেষ্টা জানান, বিশ্বের সমৃদ্ধ দেশগুলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে যেন প্রতিটি নাগরিক এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়। এ জন্যই একই ধরনের মূল্যবোধ সঞ্চার হয় তাদের মধ্যে। কিন্তু এ দেশের শিক্ষা ব্যবস্থা দিনদিন বিভক্তির দিকে ধাবিত হচ্ছে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেলেও তাদের কাঠামোতে এখনো বন্দি আমরা। আমরা কাগজে কলমে শিক্ষিত হচ্ছি ঠিক, কিন্তু প্রকৃত স্বাক্ষর হয়ে উঠিনি। এ দুরাবস্থা এত কম সময়ে সমাধান করা সম্ভব নয়। সে জন্যই মাঠপ্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছি, পরামর্শ নিয়েছি। আশা করছি এ আলোচনা সভা ফলপ্রসূ হবে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম প্রমুখ।
বিডি২৪অনলাইন/এন/এমকে