ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের দাবিতে নারীদের সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৫

পঞ্চগড়ে ধর্মীয় অধিকার অক্ষুন্ন রাখতে চেহারার বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের দাবিতে সমাবেশ হয়েছে। রোববার দুপুরে পর্দানশীন নারীদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন- বার আউলিয়া এলাকার মোছা.মার্জিয়া ইসলাম,মুসলিম রাইটস ফান্ডেশনের সদস্য মমতাজ বেগম,আটোয়ারী এলাকার শামছুন্নেহার সোহানা বেগম প্রমূখ।

সমাবেশে বক্তারা তিনটি দাবী জানিয়েছে। এর মধ্যে রয়েছে- পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকর্মী বাধ্যতামূলক করা। পর্দানশীল নারীদের ধর্মীয় প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি শিক্ষা অধিকার প্রদান করা। সব ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ছবি মেলানোর পদ্ধতি বাতিল করা, আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা। এছাড়া গত ১৬ বছর সেসব সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে, তাদেরকে বিচারে আওতায় আনা।

সমাবেশ শেষে স্থানীয় নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জেলা শিক্ষা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে পর্দানশীল নারীরা অংশ নেয়।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর