পাচার করা অর্থ এ দেশের খেটে খাওয়া মানুষের টাকা উল্লেখ করে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনাকে অন্তর্বর্তীকালীন সরকার অন্যতম টপ প্রায়োরিটি হিসেবে দেখছে। শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন দেশের খেটে খাওয়া মানুষের টাকা চুরি করে নিয়ে গেছে। সেই টাকা যেভাবেই হোক ফিরিয়ে আনা হবে।
রোববার (২৬ জানুয়ারি) রাজধানী ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি। শফিকুল আলম বলেন, পাচারের টাকা ফিরিয়ে আনা বৈশ্বিকভাবেই খুবই স্লো প্রসেস। এ বিষয়ে যত দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, অন্তর্র্বতীকালীন সরকার সব পদক্ষেপই নিয়েছে।
তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাস্কফোর্স করে দেওয়া হয়েছে। অ্যাসেট রিকভারি কমিটি করা হয়েছে। এ ব্যাপারে বিএফআইইউ'র ১১টি টিম কাজ করছে। কেপিএমজিসহ বিশ্বের বৃহৎ কনসালটেন্সি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে, পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/ই/এমকে