মন্তব্য
চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার সমান ১২২ টাকা ধরলে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২০ হাজার ৪৪৭ কোটি ২ লাখ টাকা। সে হিসাবে দৈনিক প্রায় ৮১৮ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারের মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে ৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৪৮ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে