সয়াবিনের দাম বাড়ানো পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারী ২০২৫

প্রায় এক সপ্তাহ হচ্ছে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। গত ডিসেম্বরেও সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছিল, এরপর  পরিস্থিতি সামাল দিতে এক দফা দাম (লিটারপ্রতি টাকা) বাড়ানো হয়। সরবরাহ কমিয়ে দিয়ে আসন্ন রমজানের আগে নতুন করে দাম বাড়ানো হতে পারে। খুচরা বিক্রেতাদের তথ্য বলছে এ কথা। এদিকে, বোতলজাত সয়াবিন তেলের সংকটে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা।

রাজধানী ঢাকার বেশিরভাগ দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বললেই চলে। কিছু দোকানে পাওয়া গেলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে। বোতলের গায়ে লেখা দামের চেয়ে থেকে ১৫ টাকা বেশি  নিচ্ছেন বিক্রেতারা।

বিক্রেতাদের ভাষ্য, বাজারে সয়াবিনের এক, দুই পাঁচ লিটারের বোতলের সরবরাহ একেবারে নেই বললে চলে। ঠিকঠাক মতো কোম্পানিগুলো তেল দিচ্ছে না তাদের। পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে দু-এক কার্টন তেল দিলেও সেটা চাহিদার তুলনায় অনেক কম। ক্রেতা ধরতে এখন খোলা সয়াবিন তেল বিক্রি শুরু করেছেন অনেক বিক্রেতা। অনেকে শুধুমাত্র তাদের নিয়মিত ক্রেতাদের জন্য তেল রাখছেন।

ব্যবসায়ীদের ধারণা, তেলের দাম রমজানের আগে আরেক দফা বাড়াতে চায় কোম্পানিগুলো। এ জন্য বাজারে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আবার রমজানে দাম বাড়তে পারে, এমন ধারণা থেকে পাইকারি খুচরা ব্যবসায়ীরা যে পরিমাণ তেল পাচ্ছেন, সেখান থেকে মজুত করার চেষ্টা করছেন। রমজান ঘিরে তেলের দাম বাড়বে, এটা এখন অনেকটাইওপেন সিক্রেট। কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

এদিকে এ নিয়ে তেল সরবরাহকারী একাধিক কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কোম্পানির ডিলার নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ফলে তেল বিক্রি করে পোষাচ্ছে না কোম্পানিগুলোর। এ জন্য দাম আরও বাড়াতে চায় তারা।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর