পঞ্চগড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সদর উপজেলার কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাবেত আলী।
পল্লী সঞ্চয় ব্যাংক পঞ্চগড় জেলা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাসুদ হাসান, প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার রাজিব বিশ্বাস,সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বক্তব্য দেন।
বক্তারা বলেন, কোন কাজকে ছোট করে নয়, সব কাজকে সমানভাবে দেখতে হবে। পরিশ্রম করতে হবে। তাহলেই সাফল্য আসবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পল্লী সঞ্চয় ব্যাংক পঞ্চগড় সদর শাখা ব্যবস্থাপক মো. রওশনুজ্জামান।
পল্লী সঞ্চয় ব্যাংক পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের সার্বিক তত্তাবধানে পঞ্চগড় জেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ প্রশিক্ষণে অংশ নেয়।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে