নওগাঁর ধামইরহাটে এপি ওয়ার্ল্ড ভিশনের তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও হতদরিদ্র পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তালিকাভুক্ত ৩৫৩১জন শিক্ষার্থীর মাঝে খাতা ও কলম এবং ৩২৩জন অতি দরিদ্র পরিবারের সদস্যকে মাথা পিছু ১৮ হাজার টাকা বিতরণ করা হয়।
এপি ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা ডেনিশ তপ্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নগদ টাকা ও শিক্ষা উপকরণ সুফলভোগীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
ধামইরহাট শাখা ওয়ার্ল্ড ভিশন জানায়, বিতরণ করা অর্থ দিয়ে সুফলভোগীদের মধ্যে ১৯৫জন নারী ছাগল, ১৫৭জন মুরগী, ১৭৮জন হাঁস, দুইজন ব্যক্তি সেলুন, ৯জন নারী সেলাই মেশিন কিনবেন, ১৯জন ভেড়া কিনবেন। এছাড়া ছয় জন নারী সবজি বাগান ও পাঁচ জন ক্ষুদ্র ব্যবসার মধ্য দিয়ে তাদের ভাগ্যন্নোয়ন ঘটাবে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, ডেভিড সাংমা, মুকুল বৈরাগী, শিশু সুরাক্ষা অফিসার প্রদীপ হাসদা, ইভা বিশ্বাস প্রমুখ।
বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে