নারীর লাশ দাফনে যুবদল নেতার বাধা

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
০১ ফেব্রুয়ারী ২০২৫

পটুয়াখালীর বাউফলে কবরস্থানে এক নারীর লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধ থাকায় টিপু খান নামের স্থানীয় এক যুবদল নেতা এ বাধা দিয়েছে। পরে ২০ ঘণ্টা পর অন্য জায়গায় ওই নারীর লাশ দাফন করা হয়েছে। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার মদনপুরা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ওই নারী মারা যান। টিপু খান মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি।

জানা যায়, মদনপুরা গ্রামের চৌকিদার পরিবার খান পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। ওই নারী চৌকিদারের পরিবারের সদস্য। তাকে স্বজনদের কবরের পাশে দাফন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। খবর পেয়ে টিপু খান লোকজন নিয়ে  এতে বাঁধা দেয়। এ অবস্থায় ওই নারীর স্বজনরা বাউফল থানায় যান। সেখানেও কোনো সুরাহা হয়নি। পরে শনিবার সকাল ৯টার দিকে তাকে দাফন করা হয়।

বিষয়ে যুবদল নেতা টিপু খান স্থানীয় সাংবাদিকদের বলেন, কোনো বাঁধা দেইনি। যেখানে কবর দিতে চেয়েছিলেন তারা, সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কোনো কার্যক্রম না করার জন্য বলেছি।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর