দেশে গ্যাসের উৎপাদন কমলেও চাহিদা বেড়েই চলেছে দিনদিন। চাহিদা মেটাতে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ জন্য নতুন করে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ জন্য বরাদ্দ ধরা হয়েছে এক হাজার ৭০৯ কোটি টাকা। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি তোলা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় গ্যাসের ওপর অনেকটাই নির্ভরশীল দেশের অধিকাংশ কারখানা। ছয় বছরের ব্যবধানে গ্যাসের চাহিদা বেড়েছে দ্বিগুণ। ঘাটতি মেটানোর নামে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে জোর না দিয়ে আমদানির দিকে ঝুঁকে যায়। কিন্তু আমদানি কমাতে দেশীয় গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে বর্তমান সরকার।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ১ হাজার ২৫৫ কোটি টাকা ব্যয়ে তিতাস ও কামতা ফিল্ডে চারটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন প্রকল্প একনেক সভায় তোলা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়ন করবে গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড প্রকল্পটিতে সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হচ্ছে ৮৭২ কোটি টাকা। আর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি টাকা। প্রকল্পটি গত জানুয়ারি থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর মাস মেয়াদে বাস্তবায়িত হবে। ওদিকে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ প্রকল্প একনেকে তোলা হচ্ছে। এ প্রকল্প ৪৫৪ কোটি টাকা ব্যয়ে গত জানুয়ারি থেকে ২০২৭ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করবে বিজিএফসিএল। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের ৩১২ কোটি টাকা, আর সিলেট গ্যাস ফিল্ডসের নিজস্ব অর্থায়ন থেকে ১৪১ কোটি টাকা ব্যয় হবে।