ডিগ্রি পর্যায়ের কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারী ২০২৫


দেশে ডিগ্রি পর্যায়ের কলেজগুলোকে সংশ্লিষ্ট এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে বিভাগীয় জেলা পর্যায়ে একটি করে প্রধান কলেজ নির্বাচনের সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে এ সুপারিশ করেছে। সংশ্লিষ্ট  সূত্রে তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ২ হাজার ২০০টির অধিক কলেজে স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান চালু আছে। ঢাকার সাতটি কলেজই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বাকি কলেজের শিক্ষা প্রশাসন জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। বিশ্ববিদ্যালয় কার্যত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মতো স্নাতক স্নাতকোত্তর শিক্ষা বোর্ডের কার্যক্রম পরিচালনা করে আসছে, এতে বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব হারিয়ে ফেলেছে।

বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের ১১টি অনুষদের আওতায় ৪৫টি বিভাগের প্রায় ৩৪ লাখ শিক্ষার্থীর মধ্যে মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে দুরূহ কাজ বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে জানানো হয়েছে, এতে প্রতিনিয়তই মানব সম্পদ বিকাশের প্রক্রিয়া ব্যহত হচ্ছে। দেশের বিভিন্ন বিভাগ জেলায় অনেক সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাই সংশ্লিষ্ট এলাকার ডিগ্রি পর্যায়ের কলেজগুলোকে ওই সব বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য সুপারিশ করছে কমিশন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভাগীয় জেলা পর্যায়ে একটি করে প্রধান কলেজ নির্বাচনের মাধ্যমে সেগুলোকে উচ্চ শিক্ষার বিশেষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এসব প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় পর্যায়ের কাছাকাছি হতে পারে। এসব কলেজের প্রাতিষ্ঠানিক জনবল সক্ষমতা দ্রুত পরীক্ষা করতে হবে এবং উচ্চশিক্ষার উপযোগী করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে হবে। সেই সঙ্গে পিএইচডি ডিগ্রিধারী এবং গবেষণা প্রকাশনা আছে এমন শিক্ষকদের এসব প্রতিষ্ঠানে নিয়োগ বা পদায়ন করতে হবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর