জেলা পরিষদ বাতিলের সুপারিশ করেছে সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারী ২০২৫

দেশের জেলা পরিষদ চেয়ারম্যান কখনোই নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচিত হননি। তাছাড়া কিছু জেলা পরিষদ বাদে অধিকাংশেরই নিজস্ব রাজস্বের শক্তিশালী উৎস নেই। ফলে অধিকাংশ জেলা পরিষদ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। তাই জেলা পরিষদ বাতিল করা যেতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জেলা পরিষদের সহায়-সম্পদ প্রস্তাবিত সংশ্লিষ্ট প্রাদেশিক সরকারকে হস্তান্তর করা যেতে পারে।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর