জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ ১৮ উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আলোচ্যসূচি বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন সভাপতিত্ব করবেন। সভায় অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও থাকবেন।
বৈঠকে ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূত, জাপান দূতাবাসের দুজন, সুইজারল্যান্ড দূতাবাসের দুজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, কানাডা হাইকমিশনের একজন, অস্ট্রেলিয়া হাইকমিশনের একজন, চায়না দূতাবাসের একজন, নেদারল্যান্ডস দূতাবাসের একজন ও ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি থাকবেন বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে