১৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারী ২০২৫


জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ ১৮ উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আলোচ্যসূচি বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দীন সভাপতিত্ব করবেন। সভায় অন্যান্য চার নির্বাচন কমিশনার ইসি সচিবও থাকবেন।

বৈঠকে ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া তুরস্কের রাষ্ট্রদূত, জাপান দূতাবাসের দুজন, সুইজারল্যান্ড দূতাবাসের দুজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, কানাডা হাইকমিশনের একজন, অস্ট্রেলিয়া হাইকমিশনের একজন, চায়না দূতাবাসের একজন, নেদারল্যান্ডস দূতাবাসের একজন ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি থাকবেন বলে জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর