রাজধানী ঢাকায় সচিবালয়ে দাবি-দাওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়নি। তাই পূর্বঘোষিত কর্মসূচি চালু অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সচিবালয়ে যায় আন্দোলনরতদের ৬ সদস্যের একটি প্রতিনিধি।
প্রতিনিধি দলের একজন জান্নাতুল নাইম বলেন, সচিবালয়ে সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সেখানে আগে যেমন আশ্বস্ত করা হয়েছিল, এবারও একইভাবে আশ্বস্ত করে বলা হয়েছে- এটা আদালতের রায়। এটার এখতিয়ার হচ্ছে বিচারকের। তবে সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে বলা হয়েছে।
তিনি জানানম, সচিবের পর উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ হয়েছে আমাদের। তিনি বলেছেন, সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কাউকেই বাদ দেওয়া হবে না। এরপর তো আর কিছু বলার থাকে না। উপদেষ্টাকে আমরা জানিয়েছি, অতি দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে যেন আমাদের নিয়োগ দেওয়া হয়।
নাইম জানান, সরকারের পক্ষ থেকে সবসময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবার ঘরে ফিরে গেলেও এবার আর ঘরে ফিরব না। যতদিন পর্যন্ত দাবি মানা না হবে, রাজপথে থাকব এবং কর্মসূচি চলমান থাকবে আমাদের।
বিডি২৪অনলাইন/এন/এমকে