দাম সহনীয় পর্যায়ে রাখতে রমজান মাসে ঢাকা এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরে বিশেষ ট্রাক সেল কার্যক্রম চালাবে টিসিবি। এ কার্যক্রমে ভর্তুকি মূল্যে চাল, ডাল এবং ভোজ্যতেল বিক্রি হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বিষয়টি জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিশেষ ট্রাক সেল রোজার মাস পুরোটাই। ফেব্রুয়ারিতেও এ কার্যক্রম চলবে।
জান গেছে, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রমে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ছাড়াও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে পারছেন যে কোনো ভোক্তা। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও ছোলা, এক কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারছেন। প্রতি লিটার সয়াবিন ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ও চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করছে টিসিবি।
বিডি২৪অনলাইন/ই/এমকে