উন্নয়ন বাজেটে কাটছাঁট হচ্ছে ৪৯ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারী ২০২৫


চলতি অর্থবছরে (২০২৪-২৫) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৪৯ হাজার কোটি টাকা কাটছাঁট হচ্ছে। এর মধ্যে ১৯ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে বাদ যাচ্ছে। কাটছাঁটের পর বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে ৮১ হাজার কোটি টাকা। আর সরকারি তহবিল থেকে বাদ যাচ্ছে ৩০ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ সূত্র থেকে তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, চলতি অর্থবছরের জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার প্রস্তাবিত এডিপি অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৬৫ হাজার এবং বৈদেশিক ঋণ থেকে এক লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু বৈদেশিক ঋণের মধ্যে ১৯ হাজার কোটি টাকা ব্যয় করতে না পারায় এডিপি থেকে সেটা বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি তহবিলেরও ব্যয় কমছে, এক লাখ ৬৫ হাজার কোটি টাকা থেকে ব্যয় কমে সরকারি তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে এক লাখ ৩৫ হাজার কোটি টাকা। এর বাইরে বাদ দেওয়া হচ্ছে অপ্রয়োজনীয় অনেক প্রকল্পও।

সংশ্লিষ্টরা জানান, বৈদেশিক তহবিলের বরাদ্দের বিষয়টি নিয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কাজ করছে। গত ৫০ বছরের মধ্যে কখনো বরাদ্দ এতো কমাতে হয়নি।  এর পেছনে প্রধানত পাঁচটি কারণ রয়েছে- আওয়ামী লীগ সরকারের পতন, উন্নয়ন সহযোগীদের অর্থছাড় না করা, অন্তর্র্বতী সরকারের কড়াকড়ি, অদক্ষতায় সময়মতো কাজ করতে না পারা এবং পুরোনো সমস্যার আবর্তে ঘুরপাক খাওয়া।

পরিকল্পনা কমিশন জানায়, চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ ধরা ছিল মোট দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। কাটছাঁটের পর সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে  (আরএডিপি) এর পরিমাণ দাঁড়াচ্ছে লাখ ১৬ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের এক লাখ ৩৫ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ৮১ হাজার কোটি টাকা। বরাদ্দ নিয়ে শীঘ্রই সেক্টর, মন্ত্রণালয় প্রকল্পভিত্তিক বরাদ্দ নির্ধারণে ধারাবাহিক বৈঠক শুরু করবে কমিশন।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 



মন্তব্য
জেলার খবর