জনগণের ওপর চাপানো হচ্ছে ভ্যাটের বোঝা

নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারী ২০২৫

 

প্রত্যক্ষ কর না বাড়িয়ে আপামর জনগণের ওপর ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প (এসএমই) খাত আনা গেলে এখান থেকেও প্রত্যক্ষ কর বাড়ানো সম্ভব। এ কারণে এসএমই শিল্পের স্বার্থে  খাতকে ভ্যাটের আওতামুক্ত রাখতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার গুলশানে পুলিশ প্লাজায়ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়শীর্ষক গোলটেবিল আলোচনা হয়। সেখানে বিষয়টি জানান পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক রাজীব চৌধুরী।

রাজীব চৌধুরী আরও জানান, ভালো নেই দেশের এসএমই খাতের অবস্থা। বন্ধ হয়ে গেছে প্রায় ১৫০টি কারখানা। অনেক কারখানা ধুকে ধুকে সামনের দিকে এগোচ্ছে। এগুলো হয়তো অল্প সময়ে অনেক দায় নিয়ে বন্ধ হয়ে যাবে। দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে এসএমইকে এগিয়ে নিতে হবে বলেও জানান তিনি।

এসএমই খাতে অর্থায়ন, নীতিমালা পণ্য বাজারজাতকরণে সমস্যা রয়েছে জানিয়ে বিজিএমইএর সাবেক পরিচালক রাজীব চৌধুরী আরও বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান ৩০ শতাংশের বেশি। অপ্রাতিষ্ঠানিক সবচেয়ে বড় খাতও এটা। সঠিক পরিকল্পনার মাধ্যমে এসএমই খাত এগিয়ে না নিলে সার্বিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি।

সমস্যায় থাকা এসএমই খাতের ওপর ভ্যাট বসানো হয় উল্লেখ করে তিনি বলেন, কারখানায় বায়ারের অনুরোধে অডিট পরিচালনা করতে হয় আমাদের, সেখানে আমাদের ভ্যাট দিতে হয়। কারখানার স্বার্থে মানসম্মত কারখানা গড়তে আর্কিটেকচারার ডিজাইনে ভ্যাট দিতে হয়, সিএ ফার্মের ইস্যুসহ অনেক ইস্যুতেই এ খাতে ভ্যাট বসানো হয়। ভ্যাট দিতে বাধ্য করা হচ্ছে বা হয়। তাই এসএমই শিল্পের স্বার্থে সরকারের কাছে এ সেক্টরকে ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে



মন্তব্য
জেলার খবর