মন্তব্য
বন্দিবিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। এছাড়া ভারতে থাকা অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কি না, সেটা সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি আরও বলেন, শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে ঢাকা।
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রসঙ্গে রফিকুল আলম বলেন, যে কোনো মানুষের বিবেককে প্রতিবেদনটি নাড়া দেবে। তাই ভারতও বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে