সহিংসতায় বিধ্বস্ত ভারতের মণিপুর রাজ্যে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের কয়েক দিন পর এ শাসন জারি হলো। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি
খবরে বলা হয়েছে, গত রোববার মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন এন বীরেন সিং। এরপর রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়। এমন অবস্থায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে।
প্রায় দুই বছর ধরে চলা সহিংসতার মধ্যে মণিপুর রাজ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) নেতৃত্ব নিয়ে মতবিরোধের জেরে সিংকে পদ্যতাগ করতে হয়।
দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কার্যালয় থেকে রাষ্ট্রপতির শাসনের আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, মণিপুরের গভর্নর অজয় ভাল্লার কাছ থেকে একটি প্রতিবেদন প্রাপ্তি ও অন্যান্য তথ্য বিবেচনা করার পর সেখানে যে পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের সরকার পরিচালিত হতে পারে না।
রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রী প্রার্থীর বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় বিধানসভার অধিবেশন আহ্বান করা যায়নি। তাই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে ফেরার পর বিজেপি একজন মুখ্যমন্ত্রীকে বেছে নিতে পারে বলে আশা করা হচ্ছিল। কিন্তু তার আগেই রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে এ রাজ্যে।
বিডি২৪অনলাইন/আই/এমকে