অপারেশন ডেভিল হান্টে রাজধানী ঢাকাসহ সারা দেশে ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত থেকে গেল শুক্রবার বিকাল পর্যন্ত ৭ দিনে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
অপারেশন ডেভিল হান্ট যৌথবাহিনীর একটি বিশেষ অভিযান। গত ৮ ফেব্রুয়ারি থেকে এ অভিযান সারা দেশে একযোগে শুরু হয়েছে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, গত এক দিনে ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে