দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে সরকারের

নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রথম ছয় মাস এ সরকারের জন্য প্রথম ইনিংস বা অধ্যায় ছিল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে সাংবাদিকদের কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ২৬টি দল জোটের ১০০ জনের মতো রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

প্রেস সচিব বলেন, মিটিংয়ে প্রধান উপদেষ্টা দীর্ঘসময় বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, প্রথম ছয় মাস অন্তর্র্বতীকালীন সরকারের জন্য প্রথম ইনিংস ছিল। আজকের বৈঠকের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, যে দেশ আমরা গড়তে যাচ্ছি, তাতে পুরো দেশ এবং বিশ্বের সমর্থন আছে। বড় বড় দেশ আমাদেরকে বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের পাশে আছি। অন্তর্র্বতী সরকারের প্রতি ইউনাইটেড নেশনসেরও পুরো সমর্থন আছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর