শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারী ২০২৫

সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে শিগগিরই প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য- দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আর কোনও বিকল্প নেই।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক . আলী রিয়াজ।

আলী রিয়াজ বলেন, বৈঠকে সবগুলো রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্র্বতী সরকারকে সহযোগী করবেন বলে একমত হয়েছেন। তারা সরকারের সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছে। সংলাপের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই আমরা।

অধ্যাপক . আলী রিয়াজ আরও বলেন, আমরা চাই অত্যন্ত দ্রুততার সঙ্গে সংলাপটি সম্পন্ন হোক। কারণ দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের পথে অগ্রসর হওয়ার জন্য  এই সংস্কারকর কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার। যদি সম্ভব হয় ছয় মাসের মধ্যেই সংলাপ করে ফেলব আমরা। তবে আমরা সংস্কার প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি। রাজনৈতিক দলগুলোকেও প্রতিবেদনগুলো পর্যালোচনা করতে হবে। লক্ষ্যে তাদেরকে সময়ও দিতে হবে। ফলে কিছুটা সময় লাগবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর