উচ্চ ঝুঁকিতে ২৯ জেলা, আংশিক লকডাউনের পরামর্শ

৩০ মার্চ ২০২১

দেশের ২৯ জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে যেসব জায়গায় করোনার সংক্রমণ বেশি, সেসব জায়গায় আংশিক লকডাউনের জন্য স্বাস্থ্য অধিদফতর সরকারকে পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার ( ২৯ মার্চ) সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, রাজশাহী, নওগাঁসহ আরও বেশি কিছু জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির তালিকায় আছে। গত ২৪ মার্চ পর্যন্ত তাদের কাছে থাকা রোগীর মাত্রা এবং সংক্রমণের হারের ভিত্তিতে এই ২৯ জেলা নির্বাচন করেছেন তারা।

অন্যদিকে একই দিন হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আংশিক লকডাউনের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ রোধে সরকারকে আমরা পরামর্শের একটি বড় লিস্ট দিয়েছি। আশা করছি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দুই-একদিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।
]
মন্ত্রী জাহিদ মালেক বলেন, সংক্রমণ আরও বাড়লে মৃত্যু বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। কক্সবাজার ও বান্দরবানের মতো বিনোদনমূলক জায়গাগুলো বন্ধ করা বা লোকসমাগম সীমিত করা; পিকনিক, বিয়ে, ওয়াজ বন্ধ বা সীমিত করা; রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া সীমিত করা এবং যানবাহনে যাত্রী অর্ধেক বা সীমিত করা; অফিসে জনবল সীমিত করতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর