আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনও বলার সময় আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বলেছেন, আরেকটু অপেক্ষা করতে হবে, সময়ই আমাদের গাইড করবে। আ.লীগ নিষিদ্ধের দাবি ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় এসেছে। দলটির নিবন্ধন বাতিলের দাবিও উঠেছে সেখানে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি মো. আনোয়ারুল ইসলাম আরও বলেন, ১৮ ফেব্রুয়ারি ডিসি সম্মেলনে আমাদের জন্য একটি নির্ধারিত সেশন রয়েছে। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে জেলা প্রশাসন। বিশেষ করে ডিসিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।
তিনি জানান, এবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এ নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি এবং যে কোনো মূল্যে করতে হবে।
বিডি২৪অনলাইন/এনআর/এমকে