পঞ্চগড়ে আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷ জেলার ৫ উপজেলায় ডেভিল্ট হান্ট অপারেশনে ২৪ ঘন্টায় তাদেরকে আটক করা হয়। এ নিয়ে জেলায় ৬দিনে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। রোববার পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে৷
নতুন করে আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির (৪০), দেবীগঞ্জ উপজেলার শুরিভিটা এলাকার ইয়াকুব আলীর ছেলে ও আ'লীগের সদস্য রেজাউল করিম রেজা, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনু (৪১), একই উপজেলার দেবীডুবা ইউনিয়নের বাংলাদেশ কৃষকলীগ ৯নং ওয়ার্ডের সহসভাপতি আবু হানিফ (৫০), দণ্ডপাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আ'লীগের সভাপতি ইয়াকুব আলী (৪৫), আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম ওরফে দেবারু (৪০) এবং তেঁতুলিয়া উপজেলার শালবাহান নতুন বস্তি এলাকার আক্কাস আলীর ছেলে ও আ'লীগ সমথর্ক মনসুর আলী (২৮)।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে