পঞ্চগড়ে আ.লীগের সাত নেতাকর্মী আটক

পঞ্চগড় প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৫


পঞ্চগড়ে আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷ জেলার ৫ উপজেলায় ডেভিল্ট হান্ট অপারেশনে ২৪ ঘন্টায় তাদেরকে আটক করা হয়। এ নিয়ে জেলায় ৬দিনে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। রোববার পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে৷

নতুন করে আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির (৪০), দেবীগঞ্জ উপজেলার শুরিভিটা এলাকার ইয়াকুব আলীর ছেলে 'লীগের সদস্য রেজাউল করিম রেজা, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনু (৪১), একই উপজেলার দেবীডুবা ইউনিয়নের বাংলাদেশ কৃষকলীগ ৯নং ওয়ার্ডের সহসভাপতি  আবু হানিফ (৫০), দণ্ডপাল ইউনিয়নের নং ওয়ার্ডের 'লীগের সভাপতি ইয়াকুব আলী (৪৫), আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম ওরফে দেবারু (৪০) এবং তেঁতুলিয়া উপজেলার শালবাহান নতুন বস্তি এলাকার আক্কাস আলীর ছেলে 'লীগ সমথর্ক মনসুর আলী (২৮)

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর