নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ময়েন উদ্দীন নামের একজন কৃষকের শতাধিক গাছ কাটা হয়েছে। একই সঙ্গে ইরি বোরো ধানের চারা বিনষ্ট করা করা হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কৃষক চার জনের নামে থানায় অভিযোগ করেছেন। রোববার রাতে আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মঙ্গলিয়া মৌজায় এ ঘটনাটি ঘটে।
অভিযুক্তরা হচ্ছে- চকতিলন এলাকার মোশারফ হোসেন (৪০), আশরাফুল ইসলাম (৩৫), মো. আরিফ (২৫) এবং জিহাদ হোসেন (২২)।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগীর ৭৯ শতাংশ জমিতে লাগানো ১৩০টি ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া ৮১ শতাংশ জমিতে রোপণকৃত বোরো ধানের চারা কীটনাশক ছিটিয়ে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগীর।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, "বিষয়টি পারিবারিক জমিজমা সংক্রান্ত। আমরা অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বিডি২৪অনলাইন/সি/এমকে