শত্রুতায় কৃষকের শতাধিক গাছ কর্তন

গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ)
১৭ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ময়েন উদ্দীন নামের একজন কৃষকের শতাধিক গাছ কাটা হয়েছে। একই সঙ্গে ইরি বোরো ধানের চারা বিনষ্ট করা করা হয়েছে। ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কৃষক চার জনের নামে থানায় অভিযোগ করেছেন। রোববার রাতে আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মঙ্গলিয়া মৌজায় ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হচ্ছে- চকতিলন এলাকার মোশারফ হোসেন (৪০), আশরাফুল ইসলাম (৩৫), মো. আরিফ (২৫) এবং জিহাদ হোসেন (২২)

অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগীর ৭৯ শতাংশ জমিতে লাগানো ১৩০টি ফলজ বনজ গাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া ৮১ শতাংশ জমিতে রোপণকৃত বোরো ধানের চারা কীটনাশক ছিটিয়ে বিনষ্ট করা হয়েছে। ঘটনায় প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগীর।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, "বিষয়টি পারিবারিক জমিজমা সংক্রান্ত। আমরা অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর