রমজানে এসি ২৫ ডিগ্রিতে রাখতে বললেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারী ২০২৫

রমজান মাসে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ বাসাবাড়িতে এসির ব্যবহার ২৫ ডিগ্রি রাখার কথা বলেছেন বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে জানিয়ে বলেন, কোথাও  নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে। এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে। শহর বা গ্রাম বিবেচনা করা হবে না, ঘোষণা দিয়েই লোডশেডিং করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় ওসমানী মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। অন্তর্র্বতীকালীন সরকার ক্ষমতায় এসে  দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পেয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ার বিদ্যুৎ জ্বালানির মূল্য পরিশোধে আমাদের বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার সবরকম আয়োজন নিয়েছে সরকার।

শীতকালে বিদ্যুতের চাহিদা হাজার মেগাওয়াট  থাকলেও গ্রীষ্মে সেই চাহিদা বেড়ে দাঁড়ায় ১৭-১৮ হাজার মেগাওয়াট। এ কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, চাহিদাটা বেড়ে যাওয়া তার অন্যতম দুটো কারণ হচ্ছে সেচ এসির ব্যবহার বা কুলিং লোড। সেচ খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট, তাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এটা। কিন্তু এসির ব্যবহার পরিমিত আকারে হলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর