নওগাঁর ধামইরহাটে চিরকুটে বিএনপি ও কৃষক দলের নেতাদের নাম লিখে মামুনুর রশীদ (৪৫) নামে ওয়ার্ড কৃষক দলের এক সভাপতি বিষপানে আত্মহত্যা করেছেন। চিরকুটে টাকা নিয়েও কাজ না হওয়ার কারণে নিজের মৃত্যুর জন্য তাদের দায়ী করে গেছেন এ নেতা।
মামুন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ভাতকুন্ডু এলাকার মৃত মহির উদ্দীনের ছেলে। তিনি জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সভাপতি ছিলেন। বুধবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী খাতিজা বেগম।
চিরকুটে মামুন লিখেছেন, "আমাইতাড়া বাজার কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী ও বিএনপি নেতা হানজালার নির্দেশে এবং শামীম ভাইয়ের কথামতো উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি আরমান হোসেন রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও বাবুল ভাইকে বিভিন্ন সময় ১০ ও ২০ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা দিয়েছি। টাকা নিয়েও কাজ না হওয়ার কারণে আমার মৃত্যুর জন্য তারা দায়ী।"
মামুনের ছেলে আবু তাহের ও স্থানীয়রা বলেন, "বরেন্দ্রের ডিপ টিউবয়েলের নিয়োগের কথা বলে কে বা কারা ৭০ হাজার টাকা নিয়েছে। গত ১২ তারিখ বরেন্দ্রের নিয়োগ হওয়ার কথা থাকলেও তা না হওয়ার কারণে মনখারাপ ছিল মামুনের। সম্ভবত এ কারণেই তিনি বিষ পান করে থাকতে পারেন। এ বিষয়ে একটি চিরকুট লিখে গেছেন তিনি।"
চিরকুটে অভিযুক্ত হানজালা মুঠোফোনে বলেন, "ডিপটিওবয়েলের বিষয়ে আমি কারও কাছ থেকে কোন প্রকার টাকা-পয়সা নেইনি। কাউকে বলিওনি যে ডিপের বিষয়ে টাকা পয়সা লাগবে।"
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম বলেন, ওই ব্যক্তি বগুড়া মেডিকেলে মৃত্যুবরণ করেছেন। এ বিষয়ে পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে