আগামী দুইদিন দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শনিবার সন্ধ্যা পরবর্তী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া পূর্বাভাসে এ কথা বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ৫ দিনে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই
বিডি২৪অনলাইন/এন/এমকে