মন্তব্য
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
নতুন দরে সবচেয়ে ভালো মান ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এর দাম ছিল ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায় বাজুস। নতুন দর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
নতুন দরে সোনার বাকি ক্যারেটগুলোর মধ্যে প্রতি ভরি ২১ ক্যারেট ১ লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে এক লাখ ৪ হাজার ২০৬ টাকায় কেনাবেচা হবে। এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে