নওগাঁর ধামইরহাটে মেয়াদ উত্তীর্ণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রেখে মোটরসাইকেল চালানোর অপরাধে ১১ জন চালককে জরিমানা করা হয়েছে। তাদের জরিমানার পরিমাণ একত্রে ১৩ হাজার ৫০০ টাকা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) হরিতকিডাঙ্গা নয়াপুকুর বাজারে ভ্রাম্যাণ আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
এদিকে অভিযানকালেএকটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সড়কের পাশে মোটরসাইকেলটি রেখে চালক পালিয়ে গেছে। পরে মোটরসাইকেলটি ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএনও জানান, উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্রভাবে উঠতি বয়সী তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিতে এসেছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে