৬০ লাখ মামলার আসামি বিএনপির নেতাকর্মীরা: শামসুজ্জামান দুদু

পঞ্চগড় প্রতিনিধি
২২ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,গত ১৭ বছরে ৬০ লাখ মামলার আসামি হয়েছে বিএনপির নেতাকর্মীরা। বাঁচার জন্য পথে ঘাটে,ঝোঁপে ঝাড়ে ঘুমিয়েছে তারা। এ পঞ্চগড়ের ছেলেটাও ঢাকায় গিয়ে রিকশা চালিয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে  পৌরসভা সংলগ্ন মাঠে পঞ্চগড় জেলা বিএনপির  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেননি। ড. ইউনুসকে বলবো, ভাই আপনি ভালো লোক, এদের পাল্লায় পড়িয়েন না, রাস্তায় নামায়েন না। ফুলের মালা দিয়ে বরণ করেছি, আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, দেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে এ জনসভা হয়। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

জনসভায় আরও বক্তব্য দেন, প্রধান বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার মুহাম্মদ নওশাদ জমির, জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,অ্যাডভোকেট আদম সুফি,এম মজিদ,জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন,সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন,পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম প্রমূখ।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর