২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারী ২০২৫

শেখ হাসিনার সরকারের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের পট পরিবর্তনের পর পরই চাঙ্গা হয়ে ওঠেছে প্রবাসী আয়ের গতিপথ।  টানা ছয় মাস ধরে দুই বিলিয়ন ডলারের বেশি করে আসছে রেমিট্যান্স। এরই ধারাবাহিকতায় চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার সমান ১২২ টাকা ধরে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৫৪৬ কোটি টাকা।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, ২২ দিনে রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি ফেব্রুয়ারিতেও দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে,  ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে ১৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯ কোটি ৪৩ লাখ ডলার বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে  প্রায় ৪৩ লাখ ডলার রয়েছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে



মন্তব্য
জেলার খবর