ইইউতে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারী ২০২৫

গত বছরে ইউরোপীয় ইউনিয়নে দশমিক ৮৬ শতাংশ হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি। বছরটির অধিকাংশ সময়জুড়ে ওঠানামা সত্ত্বেও শেষ প্রান্তিকে উল্লেখযোগ্য রপ্তানির ফলে প্রবৃদ্ধি হয়েছে। গত বছরে ১৯ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে পোশাক রপ্তানি, এটা ২০২৩ সালের ১৮ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের তুলনায়  বেশি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সবশেষ প্রতিবেদনে তথ্য প্রকাশ পেয়েছে।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের তুলনায় চীন গত বছরে দশমিক ৬১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। পাকিস্তান কম্বোডিয়া যথাক্রমে ১২ দশমিক ৪১ শতাংশ এবং ২০ দশমিক ৭৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। চীনের তৈরি পোশাক রপ্তানি  গত বছরে ২৬ দশমিক ০৭ বিলিয়ন ডলারে পৌঁছায়।

অন্যদিকে, গত বছরে তুরস্ক দশমিক ৬৪ শতাংশ পোশাক রপ্তানি হ্রাস পেয়ে ১০ দশমিক ০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ভিয়েতনাম দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, দশমিক ৩০ বিলিয়ন ডলার রপ্তানি করেছে।  পাকিস্তান এবং কম্বোডিয়া দশমিক ৭৯ বিলিয়নে এবং দশমিক ২২ বিলিয়ন ডলার রপ্তানি করেছে। ভারত দশমিক ৫২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।

মূল্য সংযোজিত পোশাক উৎপাদন, শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা মান মেনে চলা এবং নির্মাতা শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টাসহ নানা কারণ এ বৃদ্ধিতে অবদান রেখেছে। উন্নয়নগুলো ক্রেতাদের আস্থা বাড়ানোর পাশাপাশি ব্যবসায়িক পরিবেশ উন্নত করেছে। এতে রপ্তানি বাজারে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থান দিয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/ই/এমকে



মন্তব্য
জেলার খবর