মন্তব্য
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তিনি এমন সময় পদত্যাগ করলেন, যখন গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল তার নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে।
নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা বরাবর তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
এদিকে আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। রাজধানী ঢাকার মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এদলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন দলের নাম না জানা গেলেও নাহিদ ইসলাম নেতৃত্বে ও সদস্য সচিব আকতার হোসেন থাকবেন বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে